Image description

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদো এক অবিস্মরণীয় নাম। এবার পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের জার্সিতে অভিষেক হয়েছে তারই পুত্র, রোনালদো জুনিয়রের। ভালটকো মার্কোভিচ ইয়ুথ টুর্নামেন্টে জাপানের বিপক্ষে মাঠে নেমে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অভিষেক হয়েছে ১৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো জুনিয়র। গায়ে ছিল পর্তুগালের সেই ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি, যা পরেই ফুটবল বিশ্বের এক কিংবদন্তি হয়ে উঠেছেন তার বাবা। যদিও অভিষেক ম্যাচে গোলের দেখা পাননি জুনিয়র, তবুও পর্তুগাল ৪-১ গোলে জাপানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে জয়ের আনন্দে।

রাফায়েল কাবরালের হ্যাটট্রিকে দারুণভাবে এগিয়ে যায় পর্তুগিজ কিশোররা। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে রোনালদো ছেলের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন,‘অভিনন্দন তোমার পর্তুগাল অভিষেকের জন্য,পুত্র। তোমাকে নিয়ে আমি খুব গর্বিত।’

গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনালদো জুনিয়রের দাদিও যিনি আবেগে ভেসেছেন রোনালদো জুনিয়রের জাতীয় দলের অভিষেক দেখে। বর্তমানে আল নাসর অ্যাকাডেমিতে খেলছেন রোনালদো জুনিয়র। টুর্নামেন্টে পর্তুগালের পরবর্তী ম্যাচ বুধবার গ্রিসের বিপক্ষে এবং শুক্রবার মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে।