Image description

বরিশালের হিজলা উপজেলার সন্তান মো. আব্দুছ সাত্তার। থাকতেন সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায়। চাকরি করতেন চামড়া শিল্প নগরী ট্যানারিতে প্রোডাকশন ম্যানেজার হিসেবে। পরিবারের জন্য কিছুদিন আগে হেমায়েতপুর ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে একটি ফ্রিজ ক্রয় করেছিলেন। কিন্তু হঠাৎ করেই পেনকেয়া ডাইগিস এ আক্রান্ত হয়ে গত ২০ এপ্রিল তিনি মারা জান।

আব্দুছ সাত্তারের জীবনের এই অকাল অবসান তার পরিবারকে শোক ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। স্ত্রী মোছা. খাদিজা বেগম একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার এখন সংসার। এমন সময়ে 'কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’তে মৃতের পরিবারের পাশে দাঁড়ালো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন গ্রুপ।

সোমবার (১২ মে) ওয়ালটনের পক্ষ থেকে মৃত আব্দুছ সাত্তারের নমিনি হিসেবে তার স্ত্রী খাদিজা বেগমের হাতে এক লক্ষ টাকার সহায়তা তুলে দেওয়া হয়। সঙ্গে মওকুফ করা হয়েছে কিস্তির বকেয়া টাকা। আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার এই চেক হস্তান্তর করেন ওয়ালটন প্লাজার হেমায়েতপুর শাখার পরিচালক  আব্দুল হাই।

ওয়ালটন প্লাজা সূত্রে জানা যায়, গতমাসের ৯ এপ্রিল সাভারের হেমায়েতপুর থেকে ফ্রিজ কিস্তিতে কেনেন আব্দুছ সাত্তার। কেনার সময় প্রাথমিক জমা বাবদ কিছু টাকা পরিশোধ করেন। পরে আব্দুছ সাত্তারের মৃত্যু হয়। মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালো ওয়ালটন গ্রুপ।

ওয়ালটনের আর্থিক সহায়তা পেয়ে মৃত আব্দুছ সাত্তারের স্ত্রী খাদিজা বেগম বলেন, "আমার স্বামী ২০ এপ্রিল অসুস্থ হয়ে মারা যান। ওয়ালটনের কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। ওয়ালটনের লোক আমাদের সঙ্গে দেখা করে সব বিষয় বলেন। ফ্রিজের বাকি কিস্তি আর দিতে হয়নি। এখন আমাদের আর্থিক সহায়তা করেছেন। ওয়ালটনের এই সহায়তায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।"

ওয়ালটন প্লাজার হেমায়েতপুর শাখার পরিচালক আব্দুল হাই বলেন, ‘‘ওয়ালটন গ্রুপের যুগান্তকারী উদ্যোগ ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ বিষয়টি ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে। কিস্তিতে পণ্য ক্রয়ে ক্রেতাদের আস্থা এবং ভালোবাসা বেড়েছে। এই উদ্যোগের ফলে আজ আমরা এক মৃত ক্রেতার পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছি।’

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাভার বাস স্ট্যান্ড শাখার পরিচালক মাহমুদুল হক, রাজ ফুলবাড়িয়া শাখার পরিচালক সুদেবসসহ অন্যান্যা কর্মকর্তা ও কর্মচারীরা।