Image description

কক্সবাজারের টেকনাফের লেদা সংলগ্ন নাফ নদে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক গুলি চালিয়ে তিন বাংলাদেশি জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার(১২ মে) দুপুরে এই অপহরণের ঘটনা ঘটে। 

অপহৃত জেলেরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)।

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা জানান, নাফ নদে মাছ ধরতে যাওয়া তার এলাকার তিন জেলেকে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে। এর আগে একই দিনে সকালে মাছ শিকারে গেলে আরাকান আর্মির সদস্যরা জেলেদের দেখতে পেয়ে গুলি চালায় এবং পরবর্তীতে ধাওয়া করে তাদের আটক করে নিয়ে যায়। এই ঘটনায় জেলেদের পরিবারে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় জেলে মহিউদ্দিনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশি জেলেরা নৌকায় করে নাফ নদে মাছ ধরতে গেলে মিয়ানমার সীমান্ত থেকে আকস্মিকভাবে আরাকান আর্মির সদস্যরা এসে গুলি চালায়। এ সময় জেলেরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে নৌকাসহ ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় আশেপাশে থাকা অন্যান্য জেলেরা পালিয়ে আসতে সক্ষম হন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, তিনি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছেন এবং এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।