Image description

পুলিশের সাধারণ সদস্যদের কাছে আর কোনো মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তা ব্যবহার করতে পারবেন। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।"

সভায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পুনর্গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এই লক্ষ্যে একটি এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।