Image description

"দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়। ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়" বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  রবিবার (১২ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস তিনি এই মন্তব্য করেন। 

এর আগে, আরেকটি পোস্টে তিনি স্বাধীনতা রক্ষা এবং রাজনৈতিক জটিলতা নিয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন। তিনি বলেন, "স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। এর চেয়ে কঠিন সত্য আর নেই। লড়াই যেন থামছেই না।" রাজপথের লড়াইয়ে তার সম্পৃক্ততা এবং গণ-অভ্যুত্থানের পাহারাদার হিসেবে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন।

সজীব ভূঁইয়া সরকারের মধ্যে থেকে কাজ করার জটিলতা এবং বিভিন্ন মহল থেকে আসা চাপের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "সরকারে থাকাটা দো-ধারি তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে।" সরকারের কোনো ভুলের জন্য জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হয়, আবার ছাত্র-জনতার আন্দোলনে তার সম্পৃক্ততাকে সন্দেহের চোখে দেখা হয় বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, "রাষ্ট্র অনেক বড় এবং জটিল জায়গা। এখানে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।"