Image description

রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রবিবার(১১ মে) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বুরাল ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বেলাল হোসেন(৩৫)  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে এবং সঞ্জয় কুমার রায় (২৭) একই উপজেলার কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্রের পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ঢাকাগামী শাহালী পরিবহণ (ঢাকা মেট্রো ব ১৪-৬২৪৫) দ্রুত গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেলাল ও সঞ্জয়ের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজন।

স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কাউনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে জব্দ করে।

নিহত সঞ্জয়ের চাচা সুমন কুমার রায় জানান, সঞ্জয় ও বেলাল একই মোটরসাইকেলে রংপুর থেকে বাড়ি ফেরার পথে বুরাল ব্রিজ এলাকায় দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে তারা কাউনিয়া থানা থেকে  মরদেহ বাড়িতে নিয়ে এসেছেন।

ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম এই বিষয়ে অবগত আছেন বলে জানান, তবে যেহেতু দুর্ঘটনাটি তার এলাকায় ঘটেনি, তাই কাউনিয়া থানার পুলিশ বিষয়টি দেখছেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ জানান, ঢাকাগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন মারা গেছেন। দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও কোনো যাত্রী হতাহত হননি।

তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করা হয়েছে, বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।