Image description

ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থানের বার্মারের আকাশে আজ রোববার (১১ মে) ড্রোন দেখা গেছে। এরপর সেখানে ব্ল্যাকআউট শুরু করে স্থানীয় প্রশাসন। গতকাল ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি করে। এর একদিন পরই দেশটির আকাশে আবার ড্রোনের দেখা মিলল। 

বার্মার বিভাগীয় কালেক্টর এবং ম্যাজিস্ট্রেটের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, “ড্রোনের আগমন পরিলক্ষিত হয়েছে। দয়া করে বাড়িতে থাকুন এবং ব্ল্যাকআউট পালন করুন।

এরআগে রাজস্থানের জয়সালমারে পূর্বসতর্কতার অংশ হিসেবে ব্ল্যাকআউট পালন করা হয়। জয়সালমারে ব্ল্যাকআউট শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। অপরদিকে বার্মারে ব্ল্যাকআউট শুরু হয় রাত ৮টা থেকে।

গতকাল শনিবারও সীমান্তবর্তী এলাকায় একই দৃশ্য দেখা যায়। তখন সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। তবে রোববার সকাল থেকে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানুষ বাইরে বের হন এবং আজ সেখানে বাজারও খুলেছিল।

এদিকে ভারতের সেনাবাহিনী আজ এক সতর্কবার্তায় বলেছে, পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সেনাপ্রধান স্থানীয় কমান্ডারদের যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন।