Image description

কিশোরগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর এক কৃষক। আজ রোববার বিকেলে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল (২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজারী নগর গ্রামের শফু মিয়ার ছেলে কবির হোসেন (২৫)। 

আর গুরুতর আহত মনিরের (২৫) বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উম্মে হাবিবা জুঁই হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।