
মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিকের জন্য আসা দুই নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
আটক নেহাল আহমেদ জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনি ঘাট এলাকার মনির হোসেনের ছেলে ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, “আটক নেহালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ভুক্তভোগীরা অভিযোগ করবেন বলে আমাদের জানিয়েছেন।”
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সন্ধ্যায় যখন ৮ থেকে ১০ জন যাত্রী কেনাকাটার জন্য লঞ্চ থেকে পল্টুনে নামেন। স্থানীয় কয়েকজন তাদের মাদকসেবী সন্দেহে পিছু নেয় এবং পুনরায় লঞ্চে ওঠার চেষ্টা করে। এ সময় লঞ্চের ম্যানেজার মো. শফিক তাদের বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়।
পরবর্তীতে আরও লোকজন জড়ো হয়ে লঞ্চে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও যাত্রীদের মারধর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেহেতু ঘটনাটি নদীর সীমানায় ঘটেছে, তাই নৌ পুলিশ এর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। লঞ্চটিকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করি।”
তিনি আরও জানান, “লঞ্চের যাত্রী ও স্টাফরা আমাদের জানিয়েছেন যে হামলাকারীরা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তবে শনিবার দুপুর ২টা পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”
Comments