
বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা শামীম হাসানের বিরুদ্ধে শুটিংস্পটে সহকর্মীকে হেনস্তার অভিযোগে সামাজিক মাধ্যমে নেটিজেনদের আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়েছে। তাকে ঘিরে হুট করেই উত্তাল দেশের নাট্যাঙ্গন। তার বিরুদ্ধে মারধর-এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন নবাগত অভিনেত্রী প্রিয়াংকা। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে মাদকগ্রহণেরও।
এমনকি অভিনেত্রী অহনার প্রেমজীবন নিয়ে মন্তব্য করে বসেন শামীম। এ ছাড়া তার বিরুদ্ধে শুটিংসেটে দুই বছর আগের এক অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী, বাচিকশিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা তাকে ‘ভাঁড়’ বলে সম্বোধন করেন। সেই সঙ্গে অভিনেত্রী দাবি করে বলেন, শামীমের ব্যবহারের কারণে তাকে জুতাপেটা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই অভিযোগের কোনো সত্যতা নেই বলে দাবি করেন শামীম হাসান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাবেক প্রেমিকার ’ডাবল টাইমিং’ নিয়েও কথা বলেছিলেন তিনি।
এদিকে শামীম হাসান সরকার গত ৪ এপ্রিল আফসানা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিন পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। সবকিছু ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করেই তার বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ ও মিডিয়ায় তার সাবেক প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তি হয় এ অভিনেতার। গত বুধবার (৭ মে) রাতে শামীমের স্ত্রী অভিমানে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে গুঞ্জন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে শামীম হাসান বলেন, নিউজগুলো দেখে আমি নিজেও অবাক হয়েছি। আমার স্ত্রী আমার সঙ্গেই আছে।
Comments