
চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আকস্মিক শক্তিশালী বাতাসের কবলে পড়ে চারটি নৌকা ডুবে অন্তত ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুুয়ার বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।
গতকাল রবিবার গুইঝোউ প্রদেশের কিয়ানশি শহরের একটি নদীতে ঘটনাটি ঘটে। প্রবল ঝড়ের সময় নৌকাগুলো উল্টে গেলে মোট ৮৪ জন যাত্রী পানিতে পড়ে যান।
উদ্ধারকারী দল সোমবার দুপুরে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এর ফলে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
শিনহুুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নদী থেকে ৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ৭০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে তারা সকলেই এখনো শঙ্কামুক্ত।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই দুর্ঘটনার পর দ্রুততম সময়ে জীবিতদের উদ্ধারের জন্য 'সর্বাত্মক প্রচেষ্টা' চালানোর নির্দেশ দিয়েছেন। এরপর প্রায় ৫০০ উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে অংশ নিতে গুইঝোউ প্রদেশে ছুটে আসেন।
Comments