
দেশব্যাপী চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’-এর অধীনে ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার জিতে নিয়েছেন সাভারের হেমায়েতপুরের ঝাউচর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন।
সোমবার (৫ মে) হেমায়েতপুর ওয়ালটন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান আনুষ্ঠানিকভাবে আনোয়ার হোসেনের হাতে এই ক্যাশ ভাউচার তুলে দেন। অনুষ্ঠানে হেমায়েতপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার আব্দুল হাইও উপস্থিত ছিলেন।
ক্যাশ ভাউচার পেয়ে উচ্ছ্বসিত আনোয়ার হোসেন ও তার পরিবার। প্রাপ্ত ভাউচারের বিপরীতে ওয়ালটন শোরুম থেকে তিনি আরেকটি ফ্রিজ, একটি এসি, বেশ কয়েকটি ফ্যানসহ প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কিনেছেন।
উল্লেখ্য, ঈদ উল আজহা পর্যন্ত ক্রেতাদের জন্য আকর্ষণীয় সুবিধা নিয়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ পরিচালনা করছে ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার।
এরই আওতায় গত ২০ এপ্রিল হেমায়েতপুর ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন আনোয়ার হোসেন । ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং ফ্রিজের মডেল নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। ওয়ালটনের কাছ থেকে একটি ম্যাসেজ যায় তার ফোনে। জানতে পারেন ওয়ালটন ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, ‘ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া এক লাখ টাকার ক্যাশ ভাউচার দিয়ে এসি, ফ্রিজ, ফ্যানসহ আরও অনেক ইলেকট্রনিকস পণ্য কিনেছি। ওয়ালটনের একটি ফ্রিজ কেনার সুবাদে আমার ঘরের প্রয়োজনীয় অনেক ইলেকট্রনিকস পণ্যের চাহিদা পূরণ হয়ে গেছে। এতে আমি ও আমার পরিবার খুব খুশি। ওয়ালটনকে ধন্যবাদ।’
Comments