Image description

মাদারীপুরের শিবচরে একটি ফ্ল্যাট বাসা থেকে প্রিন্স মাদবর (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে শিবচর পৌরসভার ১নং ওয়ার্ডের গুয়াতলা এলাকার একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রিন্স মাদবর শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামের হাজী চাঁন মিয়া মাদবরের ছেলে। তিনি শিবচর পৌরবাজারে কাপড়ের ব্যবসা করতেন এবং গুয়াতলা এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, পরিবারের লোকজন প্রিন্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। স্বজনরা পুলিশকে জানিয়েছে, তারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে রশি দিয়ে প্রিন্সকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ওসি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।