Image description

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সাকিব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।  রোববার (৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।

কসবা থানার ওসি আব্দুল কাদের জানান, রোববার মধ্যরাতের দিকে জেলার কসবার মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় আহত সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় প্রেরণ করে স্থানীয়রা। এরমধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে বিএসএসের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে।