
হামজা দেওয়ান চৌধুরির পর আরও এক প্রবাসী ফুটবলার সামিত সোম বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন। ।তিনি কানাডার জাতীয় দলে খেলেছেন। বাংলাদেশি হিসেবে তিনি আগেই জন্মনিবন্ধন করেছিলেন। সোমবার হাতে পেলেন বাংলাদেশি পাসপোর্ট। এখন শুধুই বাকি ফিফার ছাড়পত্র।
বর্তমানে কানাডার একটি ক্লাবের হয়ে খেলা সামিত কয়েক দিন আগে বাংলাদেশের কনসুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। সোমবার পাসপোর্ট পেয়ে গেছেন এ মিডফিল্ডার। বাংলাদেশের জার্সিতে অভিষেক থেকে আর এক ধাপ দূরে আছেন সামিত।
এর আগে গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন পেয়েছেন তিনি। তার আগে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র দেয়া হয় তাকে। সর্বশেষ তার পাসপোর্ট হাতে পাওয়ার খবর জানিয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, সামিতের বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছে। এখন আমরা পরবর্তী পদক্ষেপে সব কাগজপত্র প্রস্তুত করে ফিফায় আবেদন করবো। ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনও বাধা থাকবে না।
১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ৷ সে ম্যাচের আগে সামিতকে খেলাতে চায় বাফুফে। হামজার সঙ্গে সামিত খেলতে পারলে তখন কাবরেরার দল আরও শক্তিশালী হবে।
Comments