
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় মোরশেদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার(৪ মে) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপর গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজের দক্ষিণ পাশে হাওয়ানাখা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে ।
নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মোরশেদা বেগম তার স্বামীর সাথে অটোভ্যানে করে বাড়ি থেকে গোবিন্দগঞ্জ আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাতনামা ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে তিনি অটোভ্যান থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান এবং ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments