Image description

নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। রবিবার (৪ মে) বিকেলে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী বলেন, মামলায় আদালত থেকে তুহিনের সাজা হয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করেছে। তিনি অভিযোগ করেন, এখনও আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা রয়েছে। তারা অবিলম্বে তুহিনের মুক্তি দাবি করেন এবং মুক্তি না দিলে যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু ও সদস্য সচিব রাশেদ উদ দৌলা। এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক ও মোস্তফা হক প্রধান বাচ্চু এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো বক্তব্য দেন।