
এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক পরীক্ষার্থীর সাথে অশোভন আচরণের অভিযোগে তিন কিশোর গ্যাং সদস্যকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার গোপালপুর মোড়ে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিগঞ্জ উপজেলার চুনাখালী গ্রামের হাফেজ আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, কাটুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন এবং একই গ্রামের আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন ।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন জানান, ওই পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় গোপালপুর মোড়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা তার পথরোধ করে এবং অশোভন আচরণ করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোস্তাফিজুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রাকিব ও জোবায়েরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
Comments