
ভোলার চরফ্যাশনে এক তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার বাড়িতে অনশন শুরু করেছেন। শুক্রবার বিকাল থেকে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করেন তিনি।
তরুণীর অনশনের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা জামায়াত নেতার বাড়িতে ভিড় করে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল্লাহ মানসুর ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।
অনশনরত তরুণী মুজিবনগর ইউনিয়নের জসিম মুন্সির মেয়ে রুজিনা বেগম।
অভিযুক্ত সাইফুল্লাহ মানসুর এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে এবং একই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
অনশনকারী রুজিনার দাবি, সাইফুল্লাহ তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই। তিন বছর আগে তার বাড়িতে বেড়াতে গেলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মুঠোফোনে নিয়মিত কথা বলার মাধ্যমে তাদের সম্পর্ক আরও গভীর হয়। একপর্যায়ে পরিবারের অজান্তে তারা পালিয়ে বিয়ে করেন এবং ঢাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সংসার করেন। রুজিনার অভিযোগ, ঢাকায় রেখে সাইফুল্লাহ গ্রামের বাড়িতে আসেন এবং এরপর থেকে ভরণপোষণের জন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠাতেন।
শুক্রবার বিকালে সরেজমিনে সাইফুল্লাহর বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর তালাবদ্ধ এবং রুজিনা বেগম সিঁড়ির টুলে বসে অনশন করছেন। তিনি সাংবাদিকদের জানান, সাইফুল্লাহ তাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছেন। এখন তার বাবা-মা তাকে মেনে না নেওয়ায় সাইফুল্লাহও তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করছেন। স্বীকৃতি না পেলে আত্মহত্যা করা ছাড়া তার আর কোনো উপায় নেই বলে জানান তিনি।
ঘটনার পর থেকে সাইফুল্লাহ মানসুরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর মীর শরিফ জানান, তারা বিষয়টি অবগত এবং এটি ষড়যন্ত্রমূলক হতে পারে। তারা ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নেবেন।
Comments