Image description

আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস)-এর হুমকি মোকাবিলায় তালেবান সরকারকে সহায়তা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। গত শুক্রবার এক বিবৃতিতে আফগানিস্তানে মস্কোর বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ এ তথ্য জানান।

তিনি বলেন, আইএস আফগানিস্তান ও রাশিয়ার জন্য অভিন্ন শত্রু। আইএসের আফগান শাখার বিরুদ্ধে তালেবানের অভিযানকে আমরা স্বাগত জানাই এবং এই প্রচেষ্টায় আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সহায়তা করব।

তালেবান সরকারও জানিয়েছে, আইএস নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে।  

সাম্প্রতিক সময়ে রাশিয়ায় আইএস সংশ্লিষ্ট বেশ কয়েকটি হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত বছরের মার্চে মস্কোর উপকণ্ঠে একটি কনসার্টে ভয়াবহ হামলায় ১৪৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে আইএস। মার্কিন গোয়েন্দাদের দাবি-এর পেছনে ছিল আইএস-খোরাসান।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা গ্রহণ করে আফগানিস্তানে। তবে নারীর অধিকার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এখনো কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে, গত মাসে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয় রাশিয়া।