Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে  সড়ক দুর্ঘটনায় হাফেজ দিদারুল আলম (১৮) নামে এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার(৪ মে) দুপুরে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই স্থানে, মাত্র ২০ ফুট দূরে, একটি সিএনজি অটোরিকশাকে পিকআপ ভ্যান ধাক্কা দিলে চারজন এসএসসি পরীক্ষার্থী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়েছেন।

নিহত হাফেজ দিদারুল আলম সোনাইছড়ি ইউনিয়নের আইআইইউসি এলাকার মরহুম জানে আলমের ছেলে এবং পূর্ব-দক্ষিণ ঘোড়ামারা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি দোল্লা ফকির জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে কর্মরত ছিলেন।

আহত পরীক্ষার্থীদের বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, মহাসড়কের রয়েল গেইট এলাকায় এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজি অটোরিকশা ইউটার্ন করার সময় পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পরীক্ষার্থীরা সামান্য আহত হয় এবং স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছে।

নিহত হাফেজ দিদারুল আলমের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, মুয়াজ্জিন দিদারুল আলম সাইকেলযোগে বাড়ি থেকে কুমিরার দিকে যাচ্ছিলেন। রয়েল গেইট এলাকায় পৌঁছালে কবির স্টিল মিলস লিমিটেডের কারখানা থেকে বের হওয়া একটি বড় লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক লরিটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।