Image description

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে বন্ধুদের সাথে বেড়াতে এসে পানিতে ডুবে ইমাম হোসেন নয়ন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে গজারিয়া উপজেলার গুচ্ছগ্রাম এলাকা থেকে নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

নিহত নয়ন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার জামতলা গ্রামের জাকির হোসেনের ছেলে।

এর আগে, নারায়ণগঞ্জ থেকে ৬/৭ জন বন্ধুর সাথে ঘুরতে এসে বিকাল ৩টার দিকে নয়ন ওই এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পানির নিচ থেকে নয়নের মৃতদেহ উদ্ধার করে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরনজিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্ধুদের সাথে নারায়ণগঞ্জ থেকে ঘুরতে এসে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।