
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রাঘাতে মানিক মিয়া (৩৫) নামের এক বর্গা চাষির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ২০মিনিটে ফেনারবাক ইউনিয়নের পাকনার হাওরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন হাটি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গ্রামের পাশে অবস্থিত অন্যের জমি বর্গা নেওয়া জমিতে ধান কাটতে গেলে ঝড়বৃষ্টির কবলে পড়ে এসময় বজ্রপাতে তিনি নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধাররা করা হচ্ছে বজ্রপাতের আঘাতে আতঙ্ক হয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, তার সাথে থাকা ৯ বছরের একটি শিশু সন্তান ছিল। সে সুস্থ আছে।
Comments