
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড শিল্পকারখানা এলাকায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার সকাল ১০টায় কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এই ঘটনা ঘটে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)।
আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় সকালে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দুজনের মৃত ঘোষণা করা হয়েছে। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়েছে।
Comments