Image description

একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা মডেল এবং অভিনেত্রী পিয়া বিপাশা হঠাৎই আড়ালে চলে যান।টাকা উপার্জনের জন্য অনেকটা হুট করে পাঁচ বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ফের সকলের সামনে আসতেই ভক্তদের চোখ চড়কগাছ। অস্ত্রোপচার করিয়ে নতুন লুকে সামনে আসেন পিয়া। তবে আর দেশে নয়, বিদেশের মাটিতে।

গত পাঁচ বছর আগে হুট করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান অভিনয়শিল্পী। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। আনুষ্ঠানিকতা না করলেও বিয়ে সাড়েন তারা।

কাজ না করলেও অভিনয়কে নিয়ে এখনো চর্চা করেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার আনাগোনা চলে। সম্প্রতি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে পিয়া জানান, অভিনয় আর তাকে টানেনা। বাংলাদেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে পিয়া বললেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। সবাই কেমন যেন।’

মেয়ের জন্য উপার্জন করতেই অভিনয় পেশায় আসেন পিয়া। কম সময়ে সফলও হন। তবে দেশের কাজে লবিংয়ের অভিযোগ এনে তিনি বলেন,‘ যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এভাবে টিকে থাকা যায় না।’

বর্তমান জীবনে কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন,‘আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না। অন্যদিকে আমার জামাই বেশ হিসেবি। সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায়।’