Image description

ইন্টার মিলান চলতি মৌসুমে ইউরোপে সবচেয়ে কম গোল খাওয়া দল। বার্সেলোনা চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল দেয়া দল। দুই বিপরীত ধারার দল স্পেনের বার্সেলোনায় মিলেছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে। 

এমন এক ম্যাচে যেমন উত্তাপ অনুভব করেছিল সবাই সেটাই হলো। স্রোতের বিপরীতে গিয়ে বার্সেলোনার দারুণ পরীক্ষা নিয়েছে ইন্টার মিলান। আবার ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে ম্যাচে সমতা টেনেছে বার্সেলোনা। ইউরোপিয়ান ফুটবলের দুই হেভিওয়েট ক্লাবের ম্যাচটা ড্র হয়েছে ৩-৩ গোলে। 

ইতালিয়ান ফুটবলে রক্ষণটাই বড় শক্তি। কাতেনাচ্চিও নামের জমাট রক্ষণের ওই ট্যাকটিক্স ইতালিকে একসময় ফুটবল বিশ্বের রাজত্ব এনে দিয়েছিল। ফিলিপে ইনজাঘি নিজে স্ট্রাইকার হলেও দলকে কাতেনাচ্চিও দর্শন শিখিয়েছেন ভালোভাবেই। প্রথমার্ধের অনেকটা সময় ইন্টার এগিয়ে ছিল ওই রক্ষণের সুবাদেই। তবে সুযোগ বুঝে গোল আদায় করতে দেরি হয়নি তাদের।