
মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে দুটি লাটাহাম্বার মধ্যে সংঘর্ষে তন্ময় হেসেন(১৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুর ফোর স্টার ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তন্ময় গাংনী উপজেলার আকুবপুর গ্রামের এখলাছুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত তন্ময় হেসেন লাটাহাম্বার ওপর বসে ছিলেন। লাটাহাম্বাটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অপর একটি লাটাহাম্বাকে ধাক্কা মারে। এসময় তন্ময় হেসেন লাটাহাম্বার উপর থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান।
নিহতের মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি চলছে।
Comments