
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৫ জন নিহত হয়েছেন।
এ সময় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Comments