
সুনামগঞ্জের দিরাইয়ে আগুনে পুড়ে এক কৃষকের ২০০ মণ বোরো ধান ছাই হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার রণভূমি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই কৃষক আব্দুল হান্নান ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো উপজেলার লাউআই হাওরের ধান পাহারা দিচ্ছিলেন ছাদ উদ্দিন নামে এক ব্যক্তি। কিন্তু রাত ৪টার দিকে ১০-১৫ জন মানুষ হাওরে এসে তার হাত-পা বেঁধে কাটা ধানে আগুন ধরিয়ে দেয়। সকালে হাওরের অন্য কৃষকরা কাজে গেলে সেখানে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান বলেন, অনেক কষ্টের ফসল কে বা কারা পুড়িয়ে দিয়েছে। আমি একদম শেষ হয়ে গেলাম। আমার ২০০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ফসলি জমিতেকে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে সেটি বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments