
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার, ৪৪তম বিসিএসের ভাইবা দ্রুততম সময়ের মধ্যে শেষ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি শুরু করেন তারা। তারা বলেন, তাদের দাবি আদায় না হলে তারা এ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।
অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪-১৫ সেশনের শিক্ষার্থী শাহআলম বলেন, ‘আমি ৪৪তম বিসিএসের ভাইবা প্রার্থী, ৪৫তম বিসিএসের লিখিত দিয়েছি এবং ৪৬তম বিসিএসের লিখিত দিব।
আমাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, পিএসসি’র সংস্কার। আমরা সবাই জানি ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁস হয়েছে। প্রশ্নফাসেঁর সাথে জড়িত সবাই বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে স্বীকারোক্তি দিয়েছে। সুতরাং এ স্বীকৃত ঘটনার পরেও পিএসসি প্রথম ধাপে ১১ হাজার এবং পরবর্তী ধাপে ১১ হাজার শিক্ষার্থীকে উত্তীর্ণ করেছে।’
আমরা চাই একটি ফ্রেশ টেবিলে বসে বিসিএস পরীক্ষা দিতে এবং ভবিষ্যতে যেন আর এরকম জটিলতা সৃষ্টি না হয়।’
অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশন ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল করিম বলেন, ‘আমরা পিএসসি’র সংস্কার চাই। আর প্রশ্নফাঁসের পরেও কেন ৪৬তম বিসিএস এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার জবাবদিহি চাই। আমরা চাই কোন সংশয় না রেখে স্বচ্ছতা দেখানো হোক।’
Comments