Image description

মানিকগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল‌ ধসে মো. দুলাল মিয়া (৫০) নামের এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টার পর মাটির নিচ থেকে মৃত অবস্থায় তার দেহ উদ্ধার করে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯ টায় ঘিওর উপজেলার পঞ্চরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলালের বাড়ি ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে। ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ঘিওরের ব্যবসায়ী রতন মিয়া তাঁর আবাসিক ভবনের কাজ করার জন্য মোজাফফর নামের এক ঠিকাদারকে দায়িত্ব দেন। আজ ভবনের দেওয়ালের পাশের মাটি খননের জন্য দুলালসহ ১০-১২ শ্রমিক সকাল থেকে মাটিকাটার কাজে ব্যস্ত ছিল। সকাল ৯ টার দিকে দেয়ালের নিচ থেকে মাটি সরে যাওয়ায় দেয়ালটি শ্রমিকদের উপরে এসে পড়ে। এ সময় দুলাল নামের একজন দেয়ালের নিচে চাপা পড়ে এবং আরো ৫-৬ জন গুরুতর আহত হয়। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।