Image description

চট্টগ্রামের সীতাকুন্ডে পৃথক স্থানে দুটি সড়ক দুর্ঘটায় দুই জন নিহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৫ টার দিকে উপজেলার মসজিদ্দা ছোট কুমিরাস্থ ইলিয়াস পেট্রোল পাম্প নামক স্থানে চায়ের দোকানে ড্রাম ট্রাক ঢুকে রাকিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছে আরো একজন। 

নিহত ব্যক্তির নাম রাকিব (১৭) তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সড়কের পাশেচায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় অপর  রাকিব ড্রাম ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলে নিহত হন। এঘটনায় উক্ত ড্রাম ট্রাকের চালক গাড়িতে আটকা পড়লে ফায়ার সার্ভিসের টিম তাকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। 

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ায় সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িতে আটকা পড়া চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার সময়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউনিটেক্স ফ্যাক্টরীর সামনে চৌধুরী মাকের্ট নামক স্থানে রাস্তা পারাপারের সময় সারোয়ার আহমেদ(৩৭) নামে এক ইউনিটেক্সের কর্মচারী নিহত হয়েছে। 

নিহত সারোয়ার আহমেদের বাড়ি কক্সবাজার পেকুয়া থানা বলে প্রাথমিক ভাবে জানা যায়।

হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউনিটেক্স ফ্যাক্টরীর সামনে চৌধুরী মাকের্ট নামক স্থানে ঢাকামুখী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সারোয়ার আলমকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন বলেন,ঢাকা-চট্টগ্রাম ছোট কুমিরাস্থ ইলিয়াস পেট্রোল পাম্প ও ইউনিটেক্স সামনে পৃথক স্থানে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্ত জন্য চমেক হাসপাতালে প্রেরণ কারা হয়েছে । দুটি ঘটনায় পৃথক পৃথক মামলা হবে।