
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ওই আইনজীবীসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর রাতে লালপুরের চকবাদেকুলপাড়া গ্রামে এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল নগদ টাকা সহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী।
আহতরা হলেন, এ্যাড: সাধন কুমার দাস, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে প্রবেশ করে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় অ্যাডভোকেট সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments