Image description

ম্যাচের শেষ মিনিটে মিডফিল্ডার ম্যাথেউস নুনেজ গোল করে ম্যানচেস্টার সিটির জয়ের নায়ক হয়ে গেলেন।এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে যা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে তাদের টিকিয়ে রেখেছে।

ম্যাচের শুরুতেই ৭ মিনিটের মাথায় বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি উনাই এমেরির দল। ম্যাচের ১৬তম মিনিটে অ্যাস্টন ভিলার আক্রমণ থামাতে গিয়ে ডি-বক্সে ফাউল করে বসেন সিটি ডিফেন্ডার রুবেন ডিয়াজ। ভিএআরে সহায়তায় রেফারি পেনাল্টির নির্দেশ দেন। মার্কাস রাশফোর্ড স্পট কিক থেকে গোল করে সমতা ফেরায় অ্যাস্টন ভিলাকে। 

এরপর দীর্ঘ সময় ধরে ভিলার জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় সিটি। খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল,ঠিক তখনই বদলি হিসেবে নামা জেরেমি ডকু বাম প্রান্ত দিয়ে দুর্দান্তভাবে ভিলার ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসিকে কাটিয়ে ছয় গজের বক্সে নিচু ক্রস বাড়ান। বল পেয়ে এই মৌসুমে নিজের প্রথম প্রিমিয়ার লিগ গোলটি করতে ভুল করেননি নুনেজ, তার জোরালো শট ভিলার জাল কাঁপিয়ে দেয়।

অ্যাস্টন ভিলার জন্য ইতিহাদ স্টেডিয়ামে হার যেন এক নিয়মিত ঘটনা। এই নিয়ে টানা ১৫টি লিগ ম্যাচে তারা ম্যানচেস্টার সিটির মাঠ থেকে পরাজিত হয়ে ফিরল। এই জয়ের ফলে সিটি ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। সমান ম্যাচ খেলে তাদের থেকে চার পয়েন্ট পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। নটিংহ্যাম ফরেস্ট (৬০ পয়েন্ট) এবং নিউক্যাসেল ইউনাইটেড (৫৯ পয়েন্ট) সিটির চেয়ে এক ম্যাচ কম খেলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা দখলের লড়াইয়ে সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে ।