Image description

ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করে প্রতি বছরেই একটি রেফারেন্স বই প্রকাশ করে ‘উইসেডন’। এবারও রেফারেন্স বইয়ে বছরের সেরা ক্রিকেটারদের নাম প্রকাশসহ ক্রিকেট সংশ্লিষ্ট বহুল আলোচিত অন্যান্য ঘটনাবলি নিয়ে লেখা হয়েছে। সোমবার উইসডেন ক্রিকেটার্স অ্যালমানাক নামের এই বার্ষিক প্রকাশনাটির মোড়ক উন্মোচন হয়েছে।

যুক্তরাজ্য থেকে প্রকাশিত লরেন্স বুথ সম্পাদিত এই প্রকাশনায় এবার সেরা ক্রিকেটারদের পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। পাঁচ বিভাগে জায়গা পেয়েছেন ৯ জন ক্রিকেটার।

পাঠকদের সুবিধার জন্য পাঁচটি বিভাগকে আলাদা করে দেখানো হলো—

উইসডেন ট্রফি: বছরের সেরা পারফরমারদের হাতে তুলে দেওয়া হয় উইসডেন ট্রফি। এবার এই সম্মাননা দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারকে। ২০২৪ সালে পুণেতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজ নিশ্চিত করেন তিনি।

এতে নিজেদের মাটিতে ২০১২ সালের পর প্রথম সিরিজ হারে ভারত। এমনকি ভারতকে ওই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। এতে টেস্ট চ্যাম্পিয়নসশিপের ফাইনাল থেকেও ছিটকে যায় ভারত। তাই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উইসডেন ট্রফি উঠেছে স্যান্টনারের হাতে।

বর্ষসেরা পাঁচ ক্রিকেটার: উইসডেনের এবারের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল সারে থেকে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ ও ড্যান ওরাল। এই তালিকায় বাকি দুজন হ্যাম্পশায়ারের লিয়াম ডসন ও ইংল্যান্ডের নারী স্পিনার সোফি একলস্টোন।

সেরা পুরুষ ক্রিকেটার: গত বছর দুর্দান্ত পারফরম্যান্স করায় আইসিসির বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন জসপ্রিত বুমরাহ। এবার উইসডেনের ২০২৫ সালের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি।

প্রথম টেস্ট বোলার হিসেবে ২০ রানের কম গড়ে রান দিয়ে ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছিলেন তিনি। বুমরাহ গত বছর মোট ৭১টি টেস্ট উইকেট নিয়েছেন ১৫-এরও কম গড়ে। একই সাথে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন।

সেরা নারী ক্রিকেটার: নারীদের ক্যাটাগরিতে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আরেক ভারতীয় স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে সব ফরম্যাট মিলিয়ে ১৬৫৯ রান করেন তিনি। যা নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড রান। এর মধ্যে ছিল চারটি ওডিআই সেঞ্চুরি আরেকটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে ১৪৯ রান করে ভারতের ১০ উইকেটের জয়েও বড় ভূমিকা রাখেন।

সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়: বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান। নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের শিশু ঘোষণা করা এই ক্যারিবিয়ান ২০২৪ সালে মোট ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মাত্র প্রতি পাঁচ দিনে একটি করে ম্যাচ। রানও করেছেন প্রচুর।