
ভোলার চরফ্যাশনে বজ্রাঘাতে আব্দুর রব (৬০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩ টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রব ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত আব্দুর রব সোমবার দুপুরে পাশের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে পথিমধ্যেই বজ্রাঘাতে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা রাস্তা থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Comments