
বরগুনার পাথরঘাটায় সাগর মোহনায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।
জানা গেছে, শুক্রবার ভোররাতে জোয়ারের সময় পাথরঘাটার সাবার নামের একটি নৌকার জেলেরা মাছ ধরতে গেলে জালে উঠে আসে ইলিশটি। সকাল ৮টার দিকে মাছটি বাজারে নিয়ে আসা হয় খোলা ডাকে বিক্রির জন্য।
পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের ফিসিং এন্ড মার্চেন্ট আড়তে মাছটি নেন স্থানীয় পাইকার হানিফ মিয়া। প্রতি মণ ২ লাখ ২০ হাজার টাকা দরে ইলিশটি কিনে নেন তিনি, যার একক দাম পড়ে ১৪ হাজার টাকা।
স্থানীয় পাইকার হানিফ মিয়া বলেন, এটি বলেশ্বর নদীর রাজা ইলিশ। এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রূপালী, খেতেও তেমনি অসাধারণ। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।
পাথরঘাটা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, বর্তমান সময় মাছ প্রজনন ও বৃদ্ধির জন্য গভীর সমুদ্র মাছ ধরায় ৫৮ দিন নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা জেলেরা সঠিক নিয়মে পালন করলে সমুদ্রে ও নদীতে আরও মাছ বৃদ্ধি পাবে।
Comments