
সাতক্ষীরায় বজ্রাঘাতে সামেত্তভান ওরফে চেড়ী (৪২) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী শ্রমিক। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সদরের কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সামেত্তভান ওরফে চেড়ী ছয়ঘরিয়া গ্রামের আনার হোসেনের স্ত্রী। আহত খুকুমনি(৩৫) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় গ্রাম পুলিশ অনাথ বলেন, সামেত্তভান ও খুকুমনি শ্রমিক হিসেবে কাজ করেন। আজ সকালে কুশখালী কাকমারীর বিলে ধান বহনের জন্য যান ওই দুজন। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই সামেত্তভান ওরফে চেরী নিহত হন। আহত হন খুকুমনি। খুকুমনিকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
Comments