Image description

‘নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় রংপুরের আয়োজনে দুদকের ১৭২তম গণশুনানী নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে দুদক এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরো আন্তরিক হতে হবে। সেবাগ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি প্রকল্পের কাজে ঠিকাদার বান্ধব নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জাামানের সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তালেবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহিদ, ৫২’র ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

গণশুনানিতে ৩১টি সরকারি দপ্তরের বিপরীতে ৮১টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুদক তফসিলভুক্ত ৫টি অভিযোগ অনুসন্ধানের জন্য নেয়া হয় এবং ৫৭টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। গণশুনানীতে ২৫০ শয্যাবিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর কমিশন চরম অসন্তোষ প্রকাশ করে অনুসন্ধানের সিদ্ধান্ত এবং দুদকের অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হয়।

শুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহীতারা সেবা গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত হয়রানির শিকার হন তারা সেগুলো গণশুনানিতে সেবা দাতাদের মুখোমুখি হয়ে কমিশনের সামনে তুলে ধরেন।

এসময় উত্থাপিত সমস্ত অভিযোগের  বেশকিছু আমলে নিয়ে সেবাদাতাদের দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হয়।