Image description

মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা দুর্বৃত্তরা তাকে হত্যার পর খালে মরদেহ ফেলে গেছে। 

নিহত সালাউদ্দিন বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখেন। এসময় তারা মরদেহটি বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সালাউদ্দিনের মামাতো ভাই তোফায়েল আহমদ বলেন, সালাউদ্দিন প্রায়ই দেরিতে বাড়িতে ফিরেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আর বাড়িতে ফেরেনি। বিকেলে দৌঁড়েরবাজার এলাকার একটি খালে তার মরদেহ পাওয়া গেছে। পুলিশ  মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। তিনি দিনমজুর ছিলেন। খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তার হত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার মুঠোফোনে বলেন, এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে ধারণা করা হচ্ছে।  মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।