
রাজধানীর বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। কাকরোল, ঢেড়শ, ধুন্দলের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ৬০ টাকার বেশি। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই দৃশ্যই দেখা যায়।
তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে চাল। মজুত পর্যাপ্ত থাকার পরও মিনিকেট চালের কেজি ৯০, আর মোটা চালের জন্য গুনতে হচ্ছে ৬০ টাকার বেশি। তবে বোতলজাত সয়াবিন তেল মিলছে সরকারের নির্ধারিত ১৮৯ টাকা লিটারেই।
বেগুন, করলা, কাঁচামরিচের কেজি পাইকারি বাজারেই ৮০ টাকার বেশি। সস্তার পেঁপের দামও ৫০ টাকা কেজি। পেঁয়াজের দামও মাত্রাহীন, কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। তবে দাম বাড়ানোর প্রশ্নে কোনো সদুত্তর নেই বিক্রেতাদের কাছে।
আর গত সপ্তাহের তুলনায় কিছুটা কম মুরগি দাম। ব্রয়লার ১৬০ আর সোনালীর কেজি ২২০ টাকা।
Comments