Image description

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের সুপারিশের অধিকাংশের সঙ্গে একমত হয়নি বিএনপি। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের সুপারিশে ভিন্নমত জানানো দলটি আলোচনার টেবিলেও এ বিষয়ে রাজি হয়নি। আগামী রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও আলোচনায় বসবে তারা। 

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ে আলোচনায় বসেন বিএনপি নেতারা। বিরতিহীন তা চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রথম দিনে শুধু সংবিধান এবং বিচার বিভাগ সংস্কার নিয়ে আংশিক আলোচনা হয়েছে। নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন (দুদদ) সংস্কার নিয়ে কথা হয়নি। 

সংস্কারের জন্য গঠিত পাঁচ কমিশনের ১৬৬ সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। সংবিধান সংস্কারের ৭০ সুপারিশের ১৪টিতে একমত বিএনপি। বিচার বিভাগ সংস্কারের ২৩ সুপারিশের ২০টিতে একমত বলে জানিয়েছিল। 

রাজনৈতিক দলগুলো যেসব সুপারিশ বিষয়ে আংশিক একমত এবং একমত নয় বলে জানিয়েছে, সেগুলো নিয়েই সংলাপ চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে। বৈঠক সূত্র জানিয়েছে, সংবিধান-সংক্রান্ত যে ৫৬ সুপারিশে বিএনপি একমত নয় বা আংশিক একমত, সেগুলোর অর্ধেক নিয়ে কথা হয়েছে। এর পর আলাপ হয়েছে বিচার বিভাগ নিয়ে। ২৮টি সুপারিশের তিন-চারটিতে দলীয় ফোরামে আলোচনা করে আগের মতামত পুনর্মূল্যায়নের কথা বলেছে বিএনপি।