
গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৬০ জন ফিলিস্তিনি, যার ফলে নিহতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩৫০-এ পৌঁছেছে। গত বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া এ হামলায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক। বিশেষ করে, হামলায় একটি পরিবারের ১২ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজার সিভিল ডিফেন্স এবং চিকিৎসকরা জানিয়েছে, এই হামলা ভয়াবহ আকার ধারণ করেছে, এবং পরিস্থিতি দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩৫৫ জনে পৌঁছেছে, এবং আহতদের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ২৪৮ জনে পৌঁছেছে। তবে, উদ্ধারকারীরা একেবারে শেষ পর্যন্ত পৌঁছানোর আগেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
২০২৩ সালের ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তির পর কিছুটা শান্তি ছিল, কিন্তু মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে হামাসের সঙ্গে মতানৈক্য গড়ে ওঠার পর থেকে আবারও ইসরায়েল বিমান হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে চলতি বছরের বিমান হামলায় ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতদের সংখ্যা ৫ হাজার ২০০ জন ছাড়িয়েছে।
Comments