Image description

সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বগিগুলো ফেলে রেখে ৫.৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেনটি পরবর্তী স্টেশনে পৌঁছে যায়। রোববার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে পৌনে ৭টায় ছেড়ে যায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস। ঘটনাস্থলে যাওয়ার পর হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে পৌনে ৮টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের ভাটেরা পরবর্তী স্টেশন বরমচালে পৌঁছে যায়। প্রায় ৩ ঘণ্টা পর পুনরায় বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন সকালে সিলেট থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পেছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে বরমচাল স্টেশনে প্রবেশ করার পর বিষয়টি ধরা পড়ে।

পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ১১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।