রাজধানীর ভাটারা থানা এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। একটি প্রতিষ্ঠানের কর্মীদের অদক্ষতার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ মৃত দুই শিশুর পরিবারের। দুই শিশু হলো-শায়েন মোবারত জাহিন (১৫) ও তার ছোট ভাই শাহিল মোবারত জায়ান (৯)। রোববার ভোরে শাহিল আর রাত ১০টার দিকে শায়েন মারা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মীরা তাদের বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। তাদের ৬ ঘণ্টা বাসার বাইরে থাকতে বলেন এবং ৬ ঘণ্টা পর পুরো বাসা পরিষ্কার করে থাকতে বলেন। কিন্তু তারা ৬ ঘণ্টা পরে বাসায় ঢুকলেও পরিষ্কার না করে ঘুমিয়ে পড়েন। এর মধ্যে রাতে দুই শিশু ও তাদের বাবা-মা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে রোববার ভোরে ও রাতে দুই শিশুর মৃত্যু হয়। বর্তমানে তাদের মা-বাবা হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে স্বজনদের কাছে জানতে পেরেছি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Comments