Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন যে, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণ ও সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম তার পোস্টে লিখেছেন যে, ভোট গণনা চলছে এবং এখন সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, "একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু।" তিনি সতর্ক করে বলেন যে, শুধুমাত্র রাজনৈতিক কোন্দল বা জেতা-হারার ভয়ে যেন এই নির্বাচন নষ্ট না হয়। যারা এ ধরনের কাজ করবে, তারা এর দায় এড়াতে পারবে না।

তিনি আরও লেখেন, "কেউ যদি ভাবেন- নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেব না, তাহলে ডাকসু বানচাল করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের রাজনীতির কবর রচিত হবে।"