
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় দাখিলের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ক্রাশ প্রোগ্রামের আওতায় বাতিল হওয়া আবেদনগুলো পূর্বের ক্যাটাগরিতে নির্ধারণ করে নিষ্পত্তি করা হবে।
এনআইডি সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা জানিয়েছেন। গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন এবং ২১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলমান ক্রাশ প্রোগ্রামে আবেদন বাতিলের কারণগুলোর মধ্যে রয়েছে—প্রয়োজনীয় দলিলাদি জমা না দেওয়া, অসম্পূর্ণ আবেদন, দলিলের সঙ্গে অসংগতি, সাক্ষাৎকারে অনুপস্থিতি এবং আবেদনকারীর অনুরোধে বাতিল।
এসব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রতিফলন না হওয়ায় পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। আবেদনগুলো উচ্চতর ধাপে না গিয়ে পূর্বের ক্যাটাগরিতে নিষ্পত্তি করতে হবে। গত ছয় মাসে ক্রাশ প্রোগ্রামে প্রায় ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।
Comments