পদ্মার তীব্র স্রোতে ভেঙে পড়লো পাটুরিয়ার লঞ্চঘাট, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

পদ্মা নদীর প্রবল স্রোতের মুখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাট ভেঙে পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ২১টি জেলার সঙ্গে নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় পাটুরিয়ার ২ নম্বর ফেরিঘাটের পল্টুনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এবং একটি র্যাম্পের তার ছিঁড়ে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে, মঙ্গলবার দুপুরে পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়ার স্থায়ী লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকির মুখে পড়ে। ফলে লঞ্চগুলো জরুরি ভিত্তিতে ২ নম্বর ফেরিঘাটে সরানো হয়েছিল।
পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, ‘মঙ্গলবার বিকেলে লঞ্চগুলো ২ নম্বর ফেরিঘাটের পল্টুনে সরানো হয়। সেখান থেকে সীমিত আকারে যাত্রী ওঠানামা চলছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় একটি র্যাম্পের তার ছিঁড়ে যায় এবং অপর র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকি বেড়ে যায়। নিরাপত্তার জন্য লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এই নৌপথে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী নেপাল দে নাথ জানান, লঞ্চ চলাচল স্বাভাবিক করতে ১ নম্বর ফেরিঘাটে অস্থায়ীভাবে যাত্রী ওঠানামার ব্যবস্থা করার জন্য কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছি, যাতে যোগাযোগ পুনরায় চালু করা যায়।’
এদিকে, লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘাট পুনর্বাসন ও নৌযোগাযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
Comments