Image description

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়তে পদ্মা নদী থেকে ধরা একটি ১৫ কেজি ওজনের রুই মাছ ৪৯ হাজার ৫০০ টাকায় এবং ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ ৩৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। মোট ৮৮ হাজার ৮০০ টাকার এই মাছগুলো উন্মুক্ত নিলামে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

শনিবার (৯ আগস্ট) ভোরে দৌলতদিয়া মৎস্য আড়তের আড়তদার রেজাউল চালাক ও দেলোয়ারের আড়তে এই নিলাম অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে মাছের আড়ত বসে। জেলেরা পদ্মা নদী থেকে ধরা তাজা মাছ বিক্রির জন্য সেখানে নিয়ে আসেন। এদিন এক জেলে ১৫ কেজি ওজনের একটি রুই মাছ রেজাউলের আড়তে নিয়ে এলে নিলামে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন। এ ছাড়া, দেলোয়ারের আড়তে ১২ কেজির চিতল মাছ ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় এবং ৭ কেজির চিতল মাছ ১০ হাজার ৫০০ টাকায় একই ব্যবসায়ী কিনে নেন।

সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘পদ্মার রুই ও চিতল মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বড় আকারের রুই মাছ খুব কম পাওয়া যায়। আজ ভোরে নিলামে এই মাছগুলো কিনেছি। সামান্য লাভে এগুলো বিক্রি করার জন্য যোগাযোগ করছি।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়ছে, যা তাদের জন্য লাভজনক। এটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে ভূমিকা রাখছে।