
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবরকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তিনি নিশ্চিত করেন যে, এ ধরনের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
ডা. তাসনিম জারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রচার হচ্ছে তা সত্য নয়। একই সঙ্গে এনসিপির আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীও জানান, তিনি ব্যক্তিগত কাজে কক্সবাজারে ছিলেন এবং পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি কিছুই জানেন না।
এর আগে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছিল যে, এনসিপির কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল কক্সবাজার ভ্রমণে গিয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে। এই গুজবের পর নেটিজেনরা প্রশ্ন তোলেন, কেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কক্সবাজারে গেছেন।
Comments